জাবি প্রতিনিধি : মামলা প্রত্যাহারসহ চার দফ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন তারা।

এর আগে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার দফা দাবিতে তারা পূর্বঘোষিত প্রশাসনিক ভবন লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ তদন্ত কমিটি বাতিল, পুলিশি হামলার বিচার এবং নিরাপদ সড়কের দাবির বাস্তবায়ন।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মধ্যস্থতায় আলোচনার জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, শিক্ষক সমিতির সদস্য ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রশাসনিক ভবনে ঢুকতে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বলেন, আগামী ৭ তারিখে আদালতে পরবর্তী হাজিরার আগেই আমাদের মামলা তুলে নিতে হবে। আমরা আর আদালতে যেতে চাই না।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০১৭)