নওগাঁ প্রতিনিধি : নতুন কোন কর আরোপ ছাড়াই নওগাঁ পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের প্রায় ২৭ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র মো. নাজমুল হক সনি। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে, ৯ কোটি ৫ লাখ ৭৮ হাজার ২শ’ ৯৬ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে, ১৮ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৯শ’ ৯ টাকা। ব্যয় ধরা হয়েছে, ২৭ কোটি ৭ লাখ ১ হাজার ৩শ’ ৫৪ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৭০ লাখ ৭৩ হাজার ৮শ’ ৫১ টাকা। এই বাজেটে শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা আলোকিতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অর্ন্তভূক্ত করা হয়েছে। বর্ধিত এলাকার উন্নয়ন, হতদরিদ্রের দারিদ্র হ্রাসকরণসহ সার্বিক উন্নয়নে মেয়র পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আব্দুল ওয়াহাব ও প্রদীপ কুমার সরকার, কাউন্সিলর বিনা রহমান, উম্মে ছালমা চ্যামেলী, মরিয়ম বেগম, নজমুল হক মন্টু, আহমেদ নেওয়াজ স্বপন, সোহেল রানা, ফারুকুজ্জামান, আঃ রাজ্জাক, মেহেদী হাসান কলিন্স, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, সচিব আনোয়ার কবির সহকারী প্রকৌশলী, পারভীন সুলতানা, আনোয়ার হোসেন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলমসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
(বিএম/এএস/জুন ২৬, ২০১৪)