নিউজ ডেস্ক: টরেন্টো, উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশ। বলা হয়ে থাকে কানাডার সর্ববৃহৎ শহর। রেকর্ড এখানেই শেষ না, শহরটি রেকর্ড করেছে আরেকটি দিক দিয়ে! সেই শহরটিতে ব্যবহৃত হচ্ছে অন্তত ১৪০ টি ভাষা। হ্যাঁ সত্যি তাই, কানাডার এই শহরটিতে ১৪০ ভাষার মানুষ বসবাস করে।

সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে কানাডার এই বৃহত্তম শহরটিতে প্রতিবছর অন্তত এক লাখ নতুন মানুষের আনাগোনা হয়। এই বহুজাতিক ও বহু সংস্কৃতির দেশটিতে ১৪০ টি ভাষার উপস্থিতি লক্ষ করা যায়।

টরেন্টো কেন বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের কাছে প্রিয় সেটা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। ব্রুস পুন টিপ নামে এক বাসিন্দা যে ২৭ বছর ধরে এই শহরে আছে জানায় : ‘মানুষ টরেন্টোকে ভালোবাসে তার সুন্দর সুন্দর লেকের জন্য।’ এছাড়া টরেন্টোর পার্ক, গাছের লম্বা সাড়ি মানুষকে টানে। এমআইটির গবেষণার দেখা গেছে সর্বোচ্চ গাছের সারিসমেত শহরের তালিকায় টরেন্টোর স্থান চার-এ।

টরেন্টোর জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ বলতে গিয়ে ব্রুস পুন টিপ আরও বলেন, ‘বড় শহরের সুবিধা ছোট শহরের খরচে দিয়ে দেয় টরেন্টো। এছাড়া এটা পরিচ্ছন্ন ও নিরাপদ।’

এছাড়া এটি সংস্কৃতি, মানুষ ও চিন্তার দিক থেকে বৈচিত্র্যকে উদযাপন করে।

(ওএস/অ/আগস্ট ০১, ২০১৭)