নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী শহরে যানজট নিরসন ও ফুটপাত মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ অভিযানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে জিলা স্কুল পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ উচ্ছেদ অভিযানে সুধারাম থানা পুলিশ সহযোগীতা করে।

অভিযানে জেলা শহরের প্রধান সড়কের দু’পাশের ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় শহরে যানজট অনেকটাই কমেছে। জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন শহরবাসী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ জানান, জেলা প্রশাসনের নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে জিলা স্কুলের সামনে পর্যন্ত প্রধান সড়কের দু’পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হয়েছে।

(আইইউএস/এএস/আগস্ট ০২, ২০১৭)