ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার বাঞ্ছারামপুর উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার ছফিউল্লাকান্দি ইউনিয়নের বেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে তারা নিহত হয়েছেন।

নিহত এক ব্যক্তির নাম জীবন মিয়া (৫৫)। অপরজনের নাম জানা যায়নি। জীবন মিয়া ওই গ্রামের মদন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গুরুতর আহত কামাল মিয়াকে (৪০) বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের রতন মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, রাত ৮টার দিকে জীবনসহ কয়েকজন ডাকাত বেলানগর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেন। এতে জীবন ও তার সহযোগী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত কামাল মিয়াকে আটক করে পুলিশি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় মামলা করা হবে পুলিশ জানিয়েছে।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০১৭)