রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামে স্কুলছাত্রী দুই বোনকে গলা কেটে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাবনার স্কুলের ছাত্রী-শিক্ষকসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে তিতপল্লা-ভাটারা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা সুলতানা, সহকারী শিক্ষক রেজাউল করিম, জিয়াউর রহমান, সুমনুর করিম, ওয়ারেছ আলী, রোকশানা আক্তার মনি, পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব খান, দশম শ্রেণির শিক্ষার্থী ইলা আক্তার, নিশাত আক্তার ও এলাকাবাসীর পক্ষে মো. মুন্না মিয়া।

অনতি বিলম্বে ছাত্রী ভাবনা ও তার ছোটবোন লুবনার হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া প্রত্যেকেই।

উল্লেখ্য, বুধবার রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা খাতুন ও চতুর্থ শ্রেণি পড়ুয়া তার ছোট বোন লুবনাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

(আরআর/এএস/আগস্ট ০৩, ২০১৭)