ঈশ্বরদী (পাবনা)  প্রতিনিধি : ঈশ্বরদীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত উদ্ভাবনী ধারণা ‘শিক্ষকদের বিষয় ভিত্তিক দক্ষতা অর্জন এবং শ্রেণী রুটিনে প্রতিফলন’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) শিমূল আক্তার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, মাহমুদা বেগম। কর্মশালায় উদ্ভাবনী ধারণার রূপকার ও প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা শুরুতে ‘শিক্ষকদের বিষয় ভিত্তিক দক্ষতা অর্জন এবং শ্রেণী রুটিনে প্রতিফলন’ বিষয়টি উপস্থাপন করেন।

সহকারী শিক্ষা অফিসার ফারহানা খানের সঞ্চালনায় বিষয়ের উপর আলোচনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, প্রধান শিক্ষক সৈয়দা তানজিলা সুলতানা ও সহকারী শিক্ষক নওশাদ আলী। সভায় ৩৯ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/আগস্ট ০৩, ২০১৭)