মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পেতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনডি পাম্প হাউসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার সকালে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠনের উদ্যোগে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের মিমরাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, লেখক এম এ মাসুদ বাদল, হাজী জামাল উদ্দিন ও মোস্তাক আহামেদ মাস্তান প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ডিএনডি বাঁধের মানুষদের পানি বন্দি জীবন যাপন করতে হয়। অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছার ডিএনডি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ এলাকার মানুষগুলো পবিত্র রমজান মাসেও প্রচন্ড কষ্ট করেছে। পানিবন্দি অবস্থায় ঈদ উদ্যাপন করতে হয়েছে এলাকাবাসীকে। বক্তারা অতিরিক্ত পাম্প বসিয়ে তাৎক্ষনিক পানি সেচের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

(এনইউ/এএস/আগস্ট ০৪, ২০১৭)