স্টাফ রিপোর্টার, ঢাকা : জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, কারো চাপে আমাকে মহাসচিব করা হয়নি। গঠনতন্ত্রের ধারা অনুযায়ী দলের চেয়ারম্যান মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আমাকে পার্টির চেয়ারম্যান ভালো করে জানেন। তিনি মনে করেছেন তাই আমাকে গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী এ দায়িত্ব দিয়েছেন।

তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে দলকে শুধু সংগঠিতই করবেন না, দলকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যাবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমগুলোতে চিঠি পাঠিয়ে জানানো হয়, রুহুল আমিন হাওলাদারের স্থলে এখন থেকে জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করবেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।

(ওএস/এটি/ এপ্রিল ১১, ২০১৪)