গাইবান্ধা প্রতিনিধি : মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফাঁসির রায় কার্যকরের বিকল্প নেই। তাই পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবী জানিয়েছে ছাত্রলীগ।

রবিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে জেলা ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, যুগ্ন আহবায়ক রাহাত মাহমুদ রনি, শাহরিয়ার আহমেদ শাকিল প্রমুখ। বক্তারা বলেন, খুনীরা যেখানেই থাকুক না কেন, তাদের শাস্তি কার্যকর করতে না পারলে বাংলাদেশ কলংকমুক্ত হবে না। বক্তারা তাই পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবী জানান।

(এইচআইবি/এসপি/আগস্ট ০৬, ২০১৭)