চাটমোহর (পাবনা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে রবিবার মানববন্ধন করেছে চাটমোহর উপজেলা ছাত্রলীগ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সকালে চাটমোহর ডিগ্রী অনার্স কলেজ থেকে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, হরিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ বকুল, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

(এসএইচএম/এএস/আগস্ট ০৬, ২০১৭)