বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও তার স্ত্রী কিরণ রাও সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ে তাদের বাড়িতে এই দম্পতির চিকিৎসা চলছে। খবর এনডিটিভি।

রবিবার ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল এই দম্পতির। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তারা।

‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে আসছেন কি না সে খোঁজ নিচ্ছিলেন চিত্র সমালোচক অনুপমা চোপড়া। আর তখনই তিনি জানতে পারেন, আমির খান ও তার স্ত্রী কিরণ রাও অনুষ্ঠানে আসতে পারছেন না, কারণ তারা সোয়াইন ফ্লু’তে আক্রান্ত।

অনুষ্ঠানে আসতে না পারার জন্য ভিডিও কল করে তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আমির খান।

উল্লেখ্য, আমির খান তার নতুন ছবি নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় সব কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি।

(ওএস/এসপি/আগস্ট ০৭, ২০১৭)