রাজধানীর পূর্ব তেজতুরী বাজারের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন।

নিহতরা হলেন- শফিকুল আজম (৫০) ও ইব্রাহিম খলিল (৩৫)। শুক্রবার দুপুর পৌনে ১টা থেকে দেড়টার মধ্যে তারা দুজন মারা যান। এরআগে বৃহস্পতিবার রাত ১টায় মারা যান আবদুল লতিফ (৬০)।

হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিসকরা।

বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে পূর্ব তেজতুরী বাজারের আলাউদ্দীন গার্মেন্টসের নিচতলায় মাহফুজ সুইং অ্যান্ড সার্ভিস নামে একটি দোকানে আগুন লেগে দগ্ধ হন ১১ জন।

এরপরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গতকালের ঘটনায় দগ্ধ যারা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন- দোকানের মালিক মাহমুদুল হাসান মাহফুজ (৩৬), মাসুদ (২৫), মাহাবুব (৩০), জহিরুল ইসালাম (৪৮), জাকির হোনেন (৩৮), হোটেল কর্মচারী উজ্জ্বল (২২), নর্দান ইউনিভার্সিটির ছাত্রী রিফাত (২৪) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী ঝিলিক (২০)।

(ওএস/এটি/ এপ্রিল ১১, ২০১৪)