সাতক্ষীরা প্রতিনিধি : মাদক সেবনের অভিযোগে দুজন ও বিক্রির অভিযোগে ছয়জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে সাতক্ষীরা সদরের বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহষ্পতিবার বিকেলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে সাতক্ষীরা শহরের পলাশপোলের মোকছেদ আলীর ছেলে মাদকসেবী আব্দুর রহিমকে (৪০)দুবছর, সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ঢালীপাড়ার দীন মোহাম্মদের ছেলে মাদকসেবী শরিফুল ইসলামকে (২২) এক বছর, একই উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের রাজকুমার মলের ছেলে মাদক বিক্রেতা সুব্রত মলকে(২৭) ছয় মাস, বাগানবাড়ি এলাকার এনছান আলীর ছেলে মাদক বিক্রেতা রুবেল হোসেনকে (২৪) এক বছর, ঝাউডাঙা গ্রামের ফজর আলীর ছেলে মাদকবিক্রেতা আশরাফুল ইসলামকে (৩৫)দুবছর, পাথরঘাটা গ্রামের বাবর আলীর ছেলে মাদকবিক্রেতা আসাদুল ইসলামকে (৩৫)দুবছর, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মাদক বিক্রেতা বখতিয়ার আলীকে (৪৩) ছয় মাস ও আকরাম হোসেনের ছেলে মাদক বিক্রেতা নূর মোহাম্মদকে (৬০)দুবছর সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, মাদক সেবন ও বিক্রির অভিযোগে আটজনকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/জেএ/জুন ২৭, ২০১৪)