জকিগঞ্জ(সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ-শেওলা সিলেট সড়কটির জকিগঞ্জ অংশ সংস্কারের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক সমিতি।

শেওলা-জকিগঞ্জ সড়কটি র্দীঘদিন থেকে যানবাহন চলাচলের অনুপযোগী। ছোট বড় অসংখ্য গর্তে যান চলাচলে চরম দূর্ভোগের শিকার যাত্রীরা। সংস্কারের দাবিতে শ্রমিক সমিতি বিগত কয়েক দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু কেউই জানেন না কেন এসড়কটি সংস্কার কাজ হয়না।

এলজিডি অফিস সুত্রে জানাগেছে সড়কটির টেন্ডার হয়েছে কিন্তু কবে নাগাদ কাজ শুরু হবে তা কেউ জানেনা। গতকাল বৃহস্পতিবার বাস পরিবহন শ্রমিক সমিতি, মাইক্রোবাস পরিবহন শ্রমিক সমিতি, সিএনজি পরিবহন শ্রমিক সমিতি সড়ক সংস্কারের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করে। ধর্মঘট সফলের লক্ষে উপজেলা জুড়ে পরিবহন শ্রমিক সমিতি মাইকিং করে ।

সিএনজি শ্রমিক সমিতির সভাপতি খলিলুর রহমান জানান, শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত ছোট বড় যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

(এসপি/জেএ/জুন ২৭, ২০১৪)