পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উৎসবমুখর এ প্রতিযোগিতায় মেয়েদের দড়িলাফ ও বিস্কুট দৌড়, ছেলেদের মোরগ লড়াই, বিস্কুট দৌড়, তৈলাক্ত বাঁশ বেয়ে উঠা ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, পাংশা থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া ও পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নজীবুল্লাহ।

অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম (মোহন মুন্সী), হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান, কশবামাজাইল ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন মন্ডল, পাট্টা ইউপি চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার রুবাইয়াৎ মো. ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার, উপ-সহকারী প্রকৌশলী তপন কুমার বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সচীনন্দন দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু, কাজী আব্দুল মাজেদ একাডেমীর ক্রীড়া শিক্ষক ফিরোজ হোসেন, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক তরিকুল ইসলাম, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মেরিনা পারভিন ও পাংশা সিদ্দিকীয়া আলীম মাদরাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল করিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।

(এমএইচ/জেএ/জুন ২৭, ২০১৪)