হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের তাজনুর সাব্বির পৈত্রিক সুত্রে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামে প্রাপ্ত ক্রয়কৃত সাড়ে ৭ শতক জমি মালিকানা লাভ করে। উক্ত জমি সহযোগী সন্ত্রাসীদের নিয়ে অবৈধভাবে জবর দখল করে নিয়েছে উত্তর কাঠুর গ্রামের আকতার আলী ও তার পুত্ররা। এসময় তারা দুই দফা হামলা চালিয়ে ওই জমিতে লাগানো প্রায় লক্ষাধিক আম ও ইউক্যালিপটাস গাছ কর্তন করে নিয়ে যায়। এছাড়াও সর্বশেষ গত ২৮মে ওই জমিতে নির্মিত ব্যবসায়িদের কাছে ভাড়া দেয়া ২টি দোকান ঘরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীরা তাজনুর সাব্বির ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এর প্রতিকার দাবি করেন তাজনুর সাব্বির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২১ এপ্রিল সকালে আকতার আলীর নেতৃত্বে তার পুত্র খয়বর আলী, আব্দুল্যাহ আল মামুন, মাহবুবার রহমান, হোসেন আলীর ছেলে রুহুল আমিন এবং তার স্ত্রী রিক্তা বেগম ওই জমিতে হামলা চালিয়ে গাছ কর্তন করে নিয়ে যায়। একই ব্যক্তিরা তাদের সহযোগি আরও ৪ জন সন্ত্রাসীকে সাথে নিয়ে এসে ২য় দফায় অতর্কিত হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর করে। এ ব্যাপারে পুলিশ সুপার বরাবরে তাজনুর সাব্বির প্রতিকার দাবি করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

(এলএইচবি/এএস/আগস্ট ০৭, ২০১৭)