নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী'কে মোবাইল মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে দূর্বিত্তরা,  তারই প্রতিবাদে আজ বুধবার নোয়াখালী জেলা শহর মাইজদিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ডেকেছে নোয়াখালী জেলা আওয়ামীলিগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন গুলো।

মঙ্গলবার একরামুল করিম চৌধুরীএমপির ফ্যানপেজে তিনি নিজেই নিশ্চিত করেছেন, তার ফ্যানপেজে পোস্ট হুবহু তুলে ধরা হলো:-

"আমাকে যারা মেসেজ করে হত্যা করার হুমকি দিয়েছিস,তোদের স্পষ্টভাবে বলছি অামরা জাতির জনক বঙ্গবন্ধুর অাদর্শের সন্তান,১৫ আগষ্ট সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো,সেদিন থেকে আমরা ভয়কে ভুলে গেছি,আমরা মুজিবের সন্তানরা মৃত্যুকে ভয় করিনা,আগামীকাল (বুধবার)বিকাল ৪টায় নোয়াখালীর মাইজদীতে জনগন প্রতিবাদ সভা ডাক দিয়েছেন,সকলে অংশগ্রহণ করুন এবং এই মাটি থেকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন দেশের উন্নয়ন বিরোধী ও হত্যার চক্রান্তে লিপ্ত জামাত-বিএনপি রাজাকারের দোসরদের।"

উল্লেখ্য যে, একরামুল করিম চৌধুরী এমপি দুই বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নোয়াখালী জেলা আওয়ামিলীগ ত্রিণমূলে আজ অধিক শক্তিশালি, এক সময় সময় নোয়াখালী ছিল বিএনপির ঘাঁটি আজ একরামুল করিম চৌধুরী এমপির বলিষ্ঠ নেন্ত্রীত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছে নোয়াখালী জেলা আওয়ামিলীগ। এছাড়াও তিনি সংসদসদস্য নির্বাচিত হওয়ার পর একে একে নানা চমক দেখিয়েছেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী জাতিয় শোক দিবস উপলক্ষ্যে ১ শ টি গরু জবাই করে কাঙ্গালি ভোজের আয়োজন, ২ লক্ষ ৫০ হাজার নারী পুরুষের মধ্যে ঈদ সামগ্রি বিতরন, প্রত্যেক ইউনিয়নে জনসভা, বর্ধিত সভা সহ ব্যাপক উন্নয়নে সারাদেশে আলোড়ন সৃস্টি করেন।

(আইইউএস/এসপি/আগস্ট ০৯, ২০১৭)