টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বছর চারটি ইউনিটের অর্ন্তভুক্ত ১৫ টি বিভাগে ৭৯৫ টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।

(আরকেপি/এসপি/আগস্ট ০৯, ২০১৭)