নারায়ণগঞ্জ প্রতিনিধি : আলোচিত ৫ মে’র হেফাজতের গাড়ি পোড়ানোর মামলায় মুফতি তৈয়ব আল হোসাইন নামের হেফাজত নেতাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহিদুল আলম চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন-জমিয়তে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, মুফতি আল আনসারী।

আদালতে এপিপি আব্দুর রহিম জানান, হেফাজতের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তৈয়ব কিন্তু ত্তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(এমএনইউ/এসপি/আগস্ট ০৯, ২০১৭)