ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহৃত স্কুলছাত্রীকে মঙ্গলবার জয়দেবপুর থেকে উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। পরে বুধবার  উদ্ধারকৃত স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য স্কুলছাত্রীর পাশাপাশি অভিযুক্তকেও কোর্টে প্রেরণ করা হয়েছে।

স্কুলছাত্রীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দরুন বড়বাগ গ্রামের ওই স্কুলছাত্রী বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। উপজেলার চরপুবাইল গ্রামের মানিক মিয়ার পুত্র রাব্বী খান (বাপ্পী ২০) বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়ই স্কুলছাত্রীকে উত্যক্ত করত এবং অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিত। বিষয়টি স্কুলছাত্রীর পরিবার ছেলের অভিভাবককে জানালে উত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়। এক পর্যায়ে কিছুদিন স্কুলছাত্রীর বিদ্যালয়ে আসা বন্ধ থাকে। গত ৫ আগষ্ট শনিবার বিকালে কোচিংয়ে আসার পথে ভূমি অফিসের পাশ থেকে অভিযুক্ত রাব্বী খান সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে জোরপুর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। স্কুলছাত্রীর পরিবার খোজাখুঁজির এক পর্যায়ে বাপ্পীর অভিভাবকদের জানালে তারা স্কুলছাত্রী তাদের কাছে আছে বলে জানায় এবং মামলা না করার জন্য হুমকি দেয়। পরে গত ৮ আগস্ট ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সজীব ঘোষ জানান, গোপনসূত্রে খবর পেয়ে ছেলেমেয়ে দুইজনকে জয়দেবপুরের কাজীপাড়া থেকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(এনআইএম/এএস/আগস্ট ০৯, ২০১৭)