বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বিজিবির হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন কাঠ ব্যবসায়ীরা। বুধবার সকাল ১০টায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বড়লেখা সদর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাঠ ব্যবসায়ীরা এই মানববন্ধনের আয়োজনে করে। মানববন্ধনে কাঠ ব্যবসায়ী আব্দুল জব্বার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিল মালিক সিদ্দিকুর রহমান, আখদ্দছ মিয়া, নাজিম উদ্দিন, কাঠ ব্যবসায়ী ফজিল আহমদ, শামীম আহমদ, ছানু মিয়া, আব্দুস শহীদ, বদরুল ইসলাম, আব্দুল মন্নান, সমিল শ্রমীক ফারুক আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে বলেন, ‘বাড়ির গাছ কাটতে গেলে বিজিবি আমাদের নানাভাবে হয়রানি করছে। স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে গাছ কাটার অনুমতিপত্র বিজিবিকে দেখানোর পর তারা গাছ কাটতে দিচ্ছে না। এছাড়া বনবিভাগের কাছ থেকে অনুমতিপত্র আনতে গেলে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। বন্যায় অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়িঘর নির্মাণ করতে হলে গাছের প্রয়োজন। কিন্তু বিজিবি বাঁধা দেয়ায় ঘর নির্মাণের কাজের জন্য গাছ কাটা যাচ্ছে না। এ ব্যাপারে বক্তারা সরকারে সুদৃষ্টি কামনা করেন।’

(এলএস/এএস/আগস্ট ০৯, ২০১৭)