নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বৃহস্পতিবারের উপনির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সেলিম ওসমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮২,৮৫৬ ভোট।

সেলিম ওসমান ভোট শেষ হওয়ার আগে বলেছিলেন, ফল যাই হোক তাই মেনে নেবেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম আকরাম পেয়েছেন ৬৬,১১৪ ভোট। সেলিম ওসমানের প্রতীক ছিল লাঙল, আর আকরামের প্রতীক ছিল আনারস।

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ ১৪০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করলে তাতে সেলিম ওসমান জয়ী হন।

এই আসনে একটি কেন্দ্রের ফল স্থগিত রয়েছে। ওই কেন্দ্রের মোট ভোট সংখ্যা ২ হাজার ২৬। তবে আওয়ামী লীগের সাবেক নেতা আকরাম এই নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ করলেও নির্বাচন কমিশন বলেছে, ভোট সুষ্ঠু হয়েছে।

জানা যায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শামীমের পাশাপাশি তাদের বড় ভাই নাসিম ওসমান লাঙল প্রতীকে শহরের গুরুত্বপূর্ণ আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে রাজনীতিতে পা রাখেন বিকেএমইএ সভাপতি সেলিম।

ভোট চলাকালে দুপুরেই আকরাম অভিযোগ তোলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে শহরের থানা পুকুর এলাকার বাড়িতে আকরাম এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অনিয়ম, কারচুপি ও জালভোট দেয়ার অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করেন।

জয়ী হওয়ার পর সেলিম ওসমান বলেছেন, “ওসমান পরিবারকে নারায়ণগঞ্জবাসী ভালোবাসে। এই নির্বাচনের মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে। এতদিন যেসব প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে চালানো হয়েছে, প্রমাণিত হয়েছে-এসব মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।”

(ওএস/এইচ/জুন ২৬, ২০১৪)