হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধা সদর থানার এসআই দেবাশিষ সাহার স্ত্রী লাবণী সাহা (২২) বৃহস্পতিবার দুপুরের পুলিশ লাইন সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় রেল লাইনে ঢাকাগামি লালমনিরহাট এক্সপ্রেসের নিচে ঝাপিয়ে পড়ে  আত্মহত্যা করে। প্রায় ৬ মাস আগে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তারা গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় বসবাস শুরু করে। দেবাশিষের সহকর্মী এসআই আব্দুর রউফ জানান, আত্মহত্যার কারণ বোঝা যাচ্ছে না। দেবাশিষ সকালে ডিউটিতে চলে যায়। দায়িত্ব পালনকালে দেবাশিষ জানতে পারে তার স্ত্রী ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আরসেদুল হক জানান, ট্রেনের নিচে আত্মহত্যা করায় বিষয়টি রেল পুলিশ দেখছে। আমরা আমাদের সহকর্মীর স্ত্রী হিসেবে আত্মহত্যা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি।

এদিকে লাবণীর চাচা জীবন কুমার সাহা বলেন, ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় দেবাশিষের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। মেয়ে পক্ষ তা জানতো না। পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যাওয়ার পরই লাবণী জানতে পারে অপর একটি মেয়ের সাথে দেবাশিষের সম্পর্ক রয়েছে। দেবাশিষ ওই মেয়েটিকে বিয়ে করবে বলে প্রায়ই লাবণীকে বলতো। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়ায় লাবণী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।

(এইচআইবি/এএস/আগস্ট ১০, ২০১৭)