স্টাফ রিপোর্টার : ভারত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দেবে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সফররত ভারতীয় মন্ত্রী সুষমা স্বরাজ একান্ত সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক বৈঠক করেন।

বৈঠক শেষে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে নূর হোসেনকে ভারত ফেরত দেবে কিনা এবং এই বিষয়ে ভারতীয় মন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে কিনা, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। নূর হোসেনকে ফেরত দেবে ভারত। এই বিষয়ে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে।’

অন্যদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর হোসেন বিষয়ে দেশটির মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘যে কোনো সন্ত্রাসীকে ফিরিয়ে দিতে প্রস্তুত ভারত।’

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)