রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : গত ২ দিন ধরে একটানা গুড়ি গুড়ি বৃষ্টিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সেই সাথে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলগুলোও ডুবে গেছে। ফলে চরাঞ্চলের মানুষসহ উপজেলার মানুষ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

গুড়ি গুড়ি বৃষ্টির কারনে একান্ত কাজের মানুষ ছাড়া রাস্তা ঘাটে তেমন মানুষের আনাগোনা ছিল না। গবাদি পশু গরু-ছাগল, ভেড়ার খাদ্যাভাব দেখা গেছে। উপজেলার কাঁচা-পাকা রাস্তাঘাটগুলো কদমাক্ত হওয়ায় মানুষের চলাফেরা কঠিন হয়ে গেছে। চরের মানুষ পনিবন্দী হয়ে পরায় ছেলে-মেয়েদের নিয়ে জুবু থুবু হয়ে রয়েছে। অনেকে বন্যার আশংকায় ঘরের ভিতরে তীরের সাথে চকি এবং মাচা তৈরি করছে।

একটানা বৃষ্টি হওয়ায় সরকারী ও বেসরকারী অফিসগুলোতে লোকজনের তেমন ভিড় নেই। স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে তেমন বেচা-কেনা হচ্ছে না বলে ব্যবসায়ীরা জানান।

টানা বৃষ্টিপাত হওযায় ছোট ছোট জলাশয়গুলো তলিয়ে গিয়ে মাছ বের হয়ে গেছে। চলতি রোপা আমনসহ শাক-সবজির ক্ষেত তলিয়ে গেছে।

এ ব্যাপারে ১১আগষ্ট শুক্রবার রাজারহাট কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায় জানান, এ বৃষ্টিপাতে কৃষিক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। তবে নদীর পানি বৃদ্ধি পেলে চরাঞ্চলবাসী আবারো পানি বন্দী হয়ে পড়বেন।

তিস্তা নদীর পানি বৃদ্ধির ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন।


(পিএমএস/এসপি/আগস্ট ১১, ২০১৭)