নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলায় চারশত জনকে আসামী করা হয়েছে।

শুক্রবার দুপুরে চরজব্বর থানার এসআই সাইদুর বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় উপজেলার কচ্চপিয়া গ্রামের অজ্ঞাত তিন থেকে চার শত জনকে আসামি করা হয়েছে।

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, চার গরুচোরকে পিটিয়ে হত্যার ঘটনায় কচ্চবিয়া গ্রামের অজ্ঞাত তিন-চার শ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

গণপিটুনিতে নিহত চারজনের ময়নাতদন্ত বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়। এদের মধ্যে কচ্ছপিয়া গ্রামের জাকিরের লাশ তার বাবা গ্রহণে অস্বীকার করায় অপর অজ্ঞাত তিনজনসহ চারজনকেই সরকারি ব্যবস্থপনায় বৃহস্পতিবার বিকেলে দাফন করা হয়েছে।

গত বুধবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কচ্ছপিয়া গ্রামে প্রবেশ করলে চোর সন্দেহে তাদের চারজনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। এ সময় দুইজনকে আটক করা হয়।

(আইইউএস/এএস/আগস্ট ১১, ২০১৭)