মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের সরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোনায়েদ (০৬) ও রোহান (৮)। এ ঘটনায় আহত মাকসুদা বেগমকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং অপর আহত রুহুল আমিনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, জোনায়েদ ও রোহান পুকুরের পানিতে গোসল করতে নেমে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৭)