সাতক্ষীরা প্রতিনিধি : ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু সুন্দরবনের জিয়া বাহিনীর সদস্যরা তিন জেলেকে অপহরণ করেছে। শুক্রবার সকাল ৮টার দিকে তাদেরকে পূর্ব সুন্দরবনের কাঠেশ্বর এলাকা থেকে অপহরণ করা হয়। তিন দিনের মধ্যে মুক্তিপণের টাকা যথাস্থানে পৌঁছে না দিলে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

অপহৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আরশাদ আলী সানার ছেলে আব্দুল করিম সানা (৪০), একই গ্রামের মকবুল শেখের ছেলে ওয়াছ কুরনী (২৮) ও সিরাজুল শেখের ছেলে নুরুজ্জামান শেখ (২৪)।
সুন্দরবন থেকে ফিরে আসা নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, করিম, ওয়াছ কুরনী ও সিরাজুলসহ তারা সাতজন বুড়িগোয়ালিনি স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। দু’টি নৌকায় শুক্রবার সকাল ৮টার দিকে কাঠেশ্বর নামকস্থানে কাঁকড়া ধরছিলেন। এ সময় বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা করিমসহ তিনজনকে অপহরণ করে। তিনদিনের জন্য মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা যথাস্থানে পৌঁছে না দিলে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম তিন জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, এ ধরণের কোন ঘটনা তার জানা নেই।
(আরকে/এএস/জুন ২৭, ২০১৪)