স্টাফ রিপোর্টার : তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ও মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনও ছিলেন।

দুপুর ১২টায় সর্বশেষ বাংলাদেশের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সংসদ ভবনে বৈঠক করেন সুষমা স্বরাজ।

এর আগে সকালে তিনি হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুষমা। নতুন মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে এটি তার প্রথম সফর।

(ওএস/এস/জুন ২৭, ২০১৪)