নিউজ ডেস্ক : স্মার্টফোনে ক্যামেরা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে ক্যামেরা আকার যদি হয় ছোট আর মান হয় অনেক উন্নত তবেই সেটা হবে উল্লেখযোগ্য।

সম্প্রতি স্মার্টফোনের ক্যামেরার জন্য নতুন একধরনের রাসায়নিক আইরিশ তৈরি করেছেন জার্মানির গবেষকেরা। নির্মাতারা আশা করছেন, এ উদ্ভাবনের ফলে স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য উন্নতমানের ক্ষুদ্র ক্যামেরা তৈরি করা সম্ভব হবে। এক খবরে এসব তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত ক্যামেরায় মেকানিক্যাল ব্লেড ব্যবহার করে অ্যাপারচার পরিবর্তন করতে হয়। কিন্তু এই মাইক্রো আইরিশে থাকা স্বচ্ছ কেমিক্যাল রিং অ্যাপারচার পরিবর্তন ও ডেপথ অব ফোকাসের কাজ সহজ করবে। ক্যামেরার আইরিশ নিয়ে এখনও অনেক গবেষণা করতে হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)