স্পোর্টস ডেস্ক : ‘মনে করো যেন বিদেশ ঘুরে/ মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে/ তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে/ দরজা দুটো একটুকু ফাঁক করে/ আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে।’ ঠিক যেন রবি ঠাকুরের ‘বীর পুরুষ’ সাকিব আল হাসান!

তবে আধুনিক যুগের সাকিব ঘোড়ায় নয়, মাকে নিয়ে চড়লেন হেলিকপ্টারে। মাকে নিয়ে নিজ হাতে তুললেন ছবি।

কাল বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে একটি বেসরকারি হেলিকপ্টারে চড়ে মাগুরায় পৌঁছান সাকিব। সেখান থেকে ফেরার পথে তিনি মাকে নিয়ে ছবিটি তোলেন।

নিজ জেলায় বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের থ্রিজি সেবা উদ্বোধনের জন্য সাকিব মাগুরায় যান।

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)