চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের দরিদ্র হাকিম উদ্দিন ওরফে ফেলার ছেলে মোঃ আল আমিন বাতজ্বর ও হিপ জয়েন্ট পেইনে আক্রান্ত।

এলাকাবাসীর সহায়তা ও নিজের সহায় সম্বল শেষ করে এতো দিন ছেলের চিকিৎসা চালিয়েছে পিতা হাকিম উদ্দিন। আর আমিন বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধন আছে। গত ২৭ জুলাই তাকে এখানে ভর্তি করা হয়।

এরআগে মাসাধিকাল সে ঢাকা পঙ্গু হাসপাতাল ও গ্রীল লাইফ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। কিন্তু এখন আর্থিক সংকটের কারণে চিকিৎসা বন্ধ হওয়ার পথে। এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা আল আমিন উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায়। কিন্তু তার এই আশা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আল আমিন নিজেই। তার পিতা ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা : সঞ্চয়ী হিসাব নং ১৫৪৮৯, জনতা ব্যাংক চাটমোহর,পাবনা শাখা অথবা বিকাশ নং ০১৭২৫-৩১৯৪৬৩। অথবা যোগাযোগ : ০১৭১২-৪৭৩৮৬০।

(এসএইচএম/এসপি/আগস্ট ১৩, ২০১৭)