ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে ভর্তি পরীক্ষা প্রশ্ন প্রস্তুতে অবহেলার অভিযোগে ভর্তি পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

২০১৬-১৭ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষার ক ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব হোসেন, অধ্যাপক বিজয় ভূষণ দাস, ড. শাহাব উদ্দিন, ড. হাবিব উল মাওলা, জান্নাতুল ফেরদৌস, এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ ইমদাদুল হুদা ও একই বিভাগের রায়হানা আক্তারকে ভর্তি পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি প্রদান করেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ।

সাত শিক্ষকের মধ্যে ড. মাহবুবুর রহমানকে ৪ বছর ও অন্যান্য শিক্ষকদেরকে তিন বছরের জন্য অব্যহতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয সুত্রে জানা যায় ২০১৬-১৭ শিক্ষা বষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতি ও পূর্বের বছরের সাথে হুবহু মিল এ ধরনের সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয কতৃপক্ষ ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কমিটিতে ট্রেজারার প্রফেসর ড. এএমএম শামসুর রহমানকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার আমিনুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম। তদন্ত কমিটির অন্য সদস্যরা ছিলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনব, প্রক্টর ড. জাহিদুল কবীর, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহনুমা ফেরদৌস, উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান ও আইন কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. হুমায়ুন কবীর জানান বিশ্ববিদ্যালয়ের ৫৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির রিপোর্টে এদের যোগসাজশ প্রমানিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় এক বিশ্বস্থ সুত্রে জানা যায়, ৫ আগষ্ট এই সাত শিক্ষককে অব্যাহতি দিলেও বিষয়টি মিডিয়াতে যাতে না আসে সে জন্য গোপনীয়তা রক্ষা করা হয় ।

(এমএন/এএস/আগস্ট ১৩, ২০১৭)