বঙ্গবন্ধুর স্বপ্ন

বঙ্গবন্ধুর হৃদয় জুড়ে
বাংলােদশের মাটি,

স্বাধীন হবে সোনার এদেশ
চাওয়া ছিলো খাঁটি।

স্বপ্ন ছিলো দেশের মানুষ
বাঁচবে সুখে দুখে,

শোষণ দেখে তাইতো তিনি
উঠেছিলেন রুখে।

একটি স্বাধীন দেশ হবে আর
একটি স্বাধীন নিশান,

স্বপ্ন নিয়ে যুদ্ধে ছুটে
মজুর থেকে কৃষাণ।

দেশকে তিনি ভালোবেসে
করে গেছেন লড়াই,

বঙ্গবন্ধু বেঁচে আছেন
গান কবিতা ছড়ায়।