বৃক্ষে বাকল যেমন

বৃক্ষে যেমন বাকল থাকে
উরগে থাকে ছলং!
তেমনি তোমার আছে আবরণ
যা অনেকের অজানা!
তুমি যে কখন কোন রুপ ধারন করো
তা কেবল সেই অনুধাবন করতে পারে
যে তোমার ছোবলে ছোবলে বিষাক্ত

এবার তুমি আয়নায় দাঁড়াও!
দেখতে পাবে স্বয়ং তোমাকে
কিংবা নদীর জলে মুখ রাখো
আৎকে ওঠবে নিজের প্রতিবিম্বে!
এ ভাবে আর কতো ক্ষতি করবে তুমি
অপরের ,দেশের ,জাতির ,মানবের
মননের ,চিন্তনের ,ধী শক্তির?

তারচে বরং বৃক্ষের কাছে শিক্ষা নাও
কেমন এক খোলসেই সে আবৃত
চিরকাল ছায়ায় মায়ায় ঢেকে রাখে
মানব পাখিকূল পথিক !
আর তুমি!কেবলই খোলস পাল্টে চলো --