স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিদেশে বসে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো কাজ হবে না।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি দলের নেত্রী গতকাল বলেছেন সরকার বন্যা পরিস্থিতি মোকাবেলায় কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি সেই নেত্রীর কাছে জানতে চাই, আপনারা কী উদ্যোগ নিয়েছেন? বিদেশে বসে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। আমরা বন্যা প্লাবিত মানুষের পাশে আছি। আপনি বা আপনারা কোথায় আছেন সেটা দেশের জনগণ ঠিকই দেখতে পাচ্ছেন। আপনাদের ত্রাণ সামগ্রী বিতরণের সামর্থ না থাকলে আমাদের কাছ থেকে ত্রাণসমগ্রী নিয়ে হলেও জনগণের পাশে দাঁড়ান।

বেগম খালেদা জিয়া এখন লন্ডন সফরে রয়েছেন। গত ১৫ জুলাই তিনি দেশ ত্যাগ করেন।

মায়া বলেন, নেত্রী লন্ডনে বসে যে বিবৃতি দিয়েছেন এতে খুব হতাশ হয়েছি। উনিতো এর আগের বন্যায়ও কোথাও যাননি। এখন উনি বিদেশে বসে কী করছেন সবাই জানে।

বিএনপি নেত্রীর উদ্দেশ্যে ত্রাণমন্ত্রী বলেন, আমি অনুরোধ করব আপনি চলে আসেন। মানুষের পাশে দাঁড়ান। বাইরে বসে ফাঁকা আওয়াজ না দেয়াই ভাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙামাটিসহ ২০ জেলার ৩৫৬টি উপজেলার ৩৫৮টি ইউনিয়ন বন্যা প্লাবিত হয়েছে। এসব উপজেলায় ইতোমধ্যে ৯৭৩টি আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৬৮ হাজার ৫৮৬ জন লোক আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার।

(ওএস/এসপি/আগস্ট ১৪, ২০১৭)