মারুফ  সরকার, সিরাজগঞ্জ : জেলার তাড়াশে ব্রিজ-কালভাটের মুখে মাটি, নয়নজুলি ভরাট এবং যত্রতত্র ফসলি জমি কেটে অবৈধ পুকুর খনন করায় এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যেতে বসেছে কৃষকের রোপা আপন ধান। শিগগিরই পানি প্রবাহের পথগুলো বাধা মুক্ত করা না গেলে ছয় হাজার বিঘা জমির রোপা আমন হুমকীর মুখে পড়বে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

কৃষক আব্দুর ছাত্তার, এসহাক আলী, আব্দুল লতিফ, হান্নান প্রামানিক, লাবু ইসলাম, বারিক হোসেন, সুবাস এক্কা জানান, প্রভাবশালীরা জলাধারগুলো ভরাট করে রেখেছেন। ফলে চলনবিলে পানি না বাড়লেও এলাকাজুড়ে রোপা আমন ধানের জমিতে হু হু করে পানি বাড়ছে। পানি প্রবাহের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক-দুই দিনের মধ্যে বাধা মুক্ত করা না হলে সদ্য রোপণ করা রোপা আপন ধানের চারা পানিতে তলিয়ে পঁচে যাবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, বারুহাস, তালম, দেশীগ্রাম এবং মাধাইনগর ইউনিয়নের প্রায় ছয় হাজার বিঘা জমির রোপা আমন ধান জলাবদ্ধতার কবলে। এলাকা ভিত্তিক কৃষকদের সঙ্গে নিয়ে শিগগিরই জলাবদ্ধতা নিরসনে অভিযান চালানো হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফেরদৌস ইসলাম জানান, মাত্র কদিন হচ্ছে তিনি যোগদান করেছেন। দ্রুত খোঁজ খবর নিয়ে জলবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।



(এমএস/এসপি/আগস্ট ১৪, ২০১৭)