সাতক্ষীরা প্রতিনিধি : ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে  সাতক্ষীরার বানিজ্য ভান্ডারে যুক্ত হলো আরও একটি অভিজাত বস্ত্র বিপনী প্রিয় গোপাল- ২। আনন্দঘন  ও উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো প্রতিষ্ঠানটি।

শহরের কেন্দ্রবিন্দু শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চত্বর এলাকায় শত বছরের প্রাচীন প্রতিষ্ঠান ফ্রেন্ডস ড্যামাটিক ক্লাবের নবনির্মিত বহুতল ভবনের নিচ তলায় সুপ্রশস্ত পরিসরে প্রিয়গোপাল- ২ তার বানিজ্য সম্ভার উন্মুক্ত করে দিয়েছে ক্রেতা সাধারনের জন্য। এর স্বত্ত্বাধিকারী সফল ব্যবসায়ী সত্যজিৎ ঘোষ।

হৃদ্যতাপূর্ন ও আনন্দঘন পরিবেশে প্রিয়গোপাল- ২ বিপনীর শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। চোখ ধাধালো বর্নাঢ্য আয়োজনের মধ্যে লাল ফিতা কেটে প্রিয় গোপাল ভান্ডারে প্রবেশ করে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন ক্রম বর্ধিষ্ণু সাতক্ষীরা শহরে প্রিয়গোপাল তার অভিজাত পোশাক সামগ্রী ও বস্ত্র ভাণ্ডার নিয়ে ক্রেতা সাধারণের চাহিদা মেটাতে সক্ষম হবে।

তিনি বলেন এখন দিনের পরিবর্তন হয়েছে, সমাজে পরিবর্তন এসেছে, মানুষের রুচিরও পরিবর্তন ঘটেছে। প্রিয়গোপাল- ২ জনগনের সেই চাহিদা পূরণে কাজ করে যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসা সফল জিতেন্দ্রনাথ ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ তার রুচির মাধুরীতে ক্রেতা সাধারনের চাহিদার সম্মিলন ঘটাতে পারবেন । এই প্রতিষ্ঠানটিতে যেমন ব্যাংকের বিনিয়োগ সুবিধার ক্ষেত্র তৈরি হলো তেমনি তিনিও ব্যাংকের সহযোগিতায় তার ব্যবসাকে আরও গতিশীল এবং সার্থক করে তুলতে পারবেন। প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন এই প্রতিষ্ঠানকে সামনে রেখে সাতক্ষীরায় আরও ব্যবসায়ীরা এগিয়ে আসবেন। জনগনের চাহিদা মেটাতে তারাও কাজ করে যাবেন বলে মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক জেলা শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু বলেন, শত বছরেরও বেশি আগে বিনয় রায় চৌধুরীর দানকৃত ২৯ শতক জমির ওপর প্রতিষ্ঠিত ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের নামে এখন রয়েছে ১৫ শতাংশ জমি।

তিনি বলেন পঞ্চম জজের শাসনামলে দিল্লীতে অনুষ্ঠিত দরবারের সিদ্ধান্ত অনুযায়ী ১৯১৭ সালে এফডিসির নামে ১৫ শতক জমি হস্তান্তর করা হয়। ঐতিহ্যবাহী সেই জমিতে প্রতিষ্ঠিত ফেন্ডস ড্রামাটিক ক্লাবের নিজস্ব ভবনে প্রিয় গোপাল ২ যাত্রা শুরু করলো। নতুন এফডিসি’র ভবন নির্মাণের জন্য তিনি সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আব্দুস সামাদ, নাজমুল আহসান ও বর্তমান জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন এর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি নব নিবনির্বাচিত জেলা মন্দির সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি বিশ্বনাথ ঘোষ বলেন, আমরা সততার সাথে ব্যবসা করতে চাই। আমরা সব ব্যবসায়ী এক ও অভিন্ন ভাবে জনগনের চাহিদা অনুযায়ী পণ্য সামগ্রীর ভান্ডার তৈরি করতে চাই। তিনি এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহতমানের অসাম্প্রদায়িক চেতনায় গড়া বাংলাদেশের সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবীদসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/আগস্ট ১৪, ২০১৭)