স্টাফ রিপোর্টার : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, রায় নিয়ে প্রকাশ্যে বা গণমাধ্যমে কিছু বলব না, যা বলার কোর্টে বলব।

তিনি আরও বলেন, আজ আমরা রক্তদান কর্মসূচীর আয়োজন করেছি। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে যে রক্ত ঝরানো হয়েছে তার প্রতিদানে এ কর্মসূচীর মাধ্যমে আমরা গরীব-অসহায়দের জন্য রক্তের ব্যবস্থা করছি।

প্রসঙ্গত, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত বছর থেকেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজিত হয়ে আসছে। এর আগে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দেশের ভিতরে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট (রোববার) এক প্রতিবাদ সমাবেশে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির বক্তব্য সম্বলিত ড্রাফটটি একটি ইংরেজি দৈনিকের সম্পাদক করে দিয়েছেন বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নুর তাপস।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৭)