জবি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাগ বিশ্ববিদ্যালয় পরিবার।

মঙ্গলবার সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি পরিবারের পক্ষে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া জবি শিক্ষক সমিতি, জবি কর্মচারী সমিতি পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে সকাল ৭টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৭)