ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ষোড়শ সংশোধনীর রায় আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানা

আইনমন্ত্রী বলেন, এই রায়ে বলা আছে জিয়াউর রহমান ও এরশাদ ব্যানানা রিপাবলিক বানিয়েছিলেন। এই রায়ে সত্যকথা এটুকু আছে। তবে রায় নিয়ে বিএনপি কী বলল না বললো তা নিয়ে আমি চিন্তিত নই। বিএনপি প্রধানসহ তাদের সবাই আইন ভঙ্গ করেন। যে কারণে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বললে বিশ্বাস করা যায় না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক সব খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।

শোকসভায় অন্যান্যের মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৭)