জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলায় পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুর টু দেওয়ানগঞ্জ রুটে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ।

জেলা প্রসাশন সূত্র জানিয়েছে, জেলার ৫টি উপজেলায় ২ লাখ ৩৬ হাজার ১০ জন মানুষ পানিবন্দি। বন্যাদুর্গত এলাকায় রাস্তাঘাট, জনবসতি, আবাদি জমিসহ সড়ক ও রেলপথ পানিতে নিমজ্জিত।

রেললাইন পানিতে ডুবে যাওয়ায় সোমবার রাত হতে বন্ধ ঘোষণা করা হয়েছে জামালপুর টু দেওয়াগঞ্জ রেল চলাচল। জামালপুর রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন বলেন, দুরমুঠ স্টেশনসহ আশেপাশের এলাকায় রেললাইন পানিতে ডুবে যাওয়ায় সোমবার রাতে বিভাগীয় প্রকৌশলীর নির্দেশে এ রুটে বন্ধ রাখা হয়েছে রেল যোগাযোগ। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন আন্ত:নগর ট্রেন তিস্তা, ব্রহ্মপুত্রসহ সকল মেইল ও লোকাল ট্রেন জামালপুরেই অবস্থান করবে এবং জামালপুর থেকেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

(আরআর/এসপি/আগস্ট ১৫, ২০১৭)