মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামীলীগ কর্মী আবদুর রহমানকে ঢাকায় নেওয়ার পর আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। সামাজিক দলাদলির জের ধরেই এই হত্যাকা-টি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রতিপক্ষের হামলা এবং পুলিশী ধরপাকড়ের ভয়ে গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে।

এলাকাবাসি জানায়, শালিখার তালখড়ি ইউনিয়নে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল গ্রুপে আব্দুর রহমান এবং পরাজিত প্রার্থী এড. শামছুর রহমান সমর্থিত পক্ষে আইয়ুব হোসেন ওরফে বিডিআর, ওসমান বিশ্বাস ও আতিয়ার জোয়ার্দ্দার মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ গ্রুপের হামলায় চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডলের সমর্থিত গ্রুপের কর্মী আবদুর রহমান(৫৫) সোমবার হামলার শিকার হয় বলে তারা জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল সমর্থিত সামাজিক দলের কর্মী সাবলাট গ্রামের তফসির মোল্যার ছেলে আবদুর রহমান পার্শ্ববর্তি চতুরবাড়িয়া বাজার থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে কামারপাড়া এলাকায় পৌছলে আগে থেকেই ওত পেতে থাকা প্রতিপক্ষ আতিয়ার জোয়ার্দ্দার ও ওসমান বিশ^াসের লোকজন তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে সে মারাত্মক ভাবে জখম হলে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকায় মেডিকেলে পাঠানো হলে আজ সকালে তার মৃত্যু হয়।

মাগুরার সহকারি পুলিশ সুপার কনক কান্তি দাস জানান, দূর্বৃত্তদের হামলায় আবদুর রহমানের মৃত্যুর খবর শুনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। তবে এছাড়া সোলায়মান, তারিক জোয়াদ্দার ও কাদের এবং আরো এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

(ডিসি/এএস/আগস্ট ১৫, ২০১৭)