নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী ৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার,পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ, সদর উপজেলা পরিষরেদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দীন শাহীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ১৫ আগস্ট উপলক্ষে নোয়াখালী ৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে ভোজের আয়োজন করা হয়েছে। এতে কবিরহাট, সদর, সুবর্নচর ও কোম্পানীগঞ্জ উপজেলা ও নোয়াখালী পৌরসভাসহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে ১২০টি গরু জবাই করা হয়। জেলার অন্যান্য উপজেলাতেও ১৫ আগস্ট উপলক্ষে একই কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে সুবর্ণচরে প্রত্যেক ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ, ভিবিন্ন বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা করা হয়, চরজব্বর থানার আয়োজনে দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ, চরজব্বর থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগ আহব্বায়ক আবুল বাশার, সহ আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেন্ত্রীবৃন্দ, দ্বীপ উপজেলা হাতিয়ায় লক্ষাধিক লোকের ভোজের আয়োজন করেছেন শিল্পপতি মাহমুদ আলী রাতুল।

(আইইউএস/এএস/আগস্ট ১৫, ২০১৭)