মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের দু গ্রুপের উদ্যোগেই পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের স্থানীয় জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এম,পি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য বেগম হুসনে আরা ওয়াহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ।

অপরদিকে একইদিন দুপুর দেরটার দিকে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর নিজ বাসভবনের সামনে বিশাল সামিয়ানা টানিয়ে জেলা আওয়ামীলীগের ব্যানারে অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ ফিরুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ নেতা এম,এ রহিম (সিআইপি) সদর থানা আওয়ামীলীগ নেতা মসুদ আহমদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান শেষে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

(একে/এএস/আগস্ট ১৫, ২০১৭)