দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবাধে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। উপজেলার সকল হাট বাজারে বোয়াল, কাতলা, রুই, মৃগেল ও অন্যান্য মাছের পোনা ব্যাপক হারে জেলেরা আহরণ করে বিনা বাঁধায় হাটবাজার সমূহে বিক্রয় করছে।

মৎস্য শিকারী নারায়ান মাঝি জানান, হাটবাজারে আইন নিষিদ্ধ পোনা মাছ বিক্রয় করা নিষেধ কিন্তু জেলেরা দীর্ঘদিন যাবৎ পোনা মাছ বিক্রি করছে এবং জানা মতে কোন অফিস আমাদের এ ব্যাপারে নিষেধ করেনি। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ লেংগুড়া, নাজিরপুর, গোবিন্দপুর, পাঁচগাঁও, সিধলী ও কলমাকান্দা সদরে অবাধে কারেন্ট জাল বিক্রয় হচ্ছে। মৎস্য বিভাগ এ ব্যাপারে কোন ব্যবস্থাই নিচ্ছে না বলে জানা যায়। উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানান, তারা বিভিন্ন হাটবাজারে নিষিদ্ধ পোনা মাছ বিক্রি করতে দেখেছেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান ।
(এনএস/এএস/জুন ২৭, ২০১৪)