কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ।

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান, কলেজের অধ্যক্ষ ডাক্তার আ.ন.ম. নৌশাদ খান। তিনি আরো বলেন প্রাথমিকভাবে পৌরসভার ৩ নং ওয়ার্ডের আবাসিক এলাকার ময়লা আবর্জনা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসবে কলেজের নির্ধারিত লোকজন। পরে মেডিকেল কলেজের উদ্যোগেই তা স্বাস্থ্যসম্মতভাবে ধ্বংস করা হবে। এ আলোচনা সভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি এ.কে.নাসিম খান, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, এডভোকেট সবুজ, সমকালের স্টাফ রির্পোটার সাইফুল হক মোল্লা দুলু, একুশে টিভি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(পিকেএস/এএস/জুন ২৭, ২০১৪)