রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মানদীর পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে এ পানি বৃদ্ধির ফলে জেলার অনেক নিম্নাঞ্চল ও চরাঞ্চাল প্লাবিত হতে শুরু করেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিয়ে গোয়ালন্দে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মার পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার অসংখ্য মানুষ। পানিতে অনেক ফসলি জমিও তলিয়ে গেছে বলে জানা গেছে।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)