নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ৮ টি গাছ কেটে সেখানে পাকা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এর প্রতিবাদ করায় এক শিক্ষক ও ম্যানেজিং কমিটির এক সদস্যকে প্রভাবশালীরা লাঞ্ছিত করেছে।

উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিনগর সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক আক্কাছ আলী ও ম্যানেজিং কমিটির সদস্য শ্রী দিলীপ কুমার জানান, বিদ্যালয়ের নিজস্ব জমির ওপর থেকে ২ টি আমগাছ, ৪ টি মেহগণি গাছ, ১ টি কৃষ্ণচুড়া গাছ ও ১ টি কাঁঠাল গাছসহ মোট ৮ টি গাছ সম্প্রতি মহিনগর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কেটে বিক্রি করে দেয়। সোমবার দুপুরে বিষয়টি জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানালে, মহিনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মুকুল তাদেরকে শারীরীকভাবে লাঞ্ছিত করে ও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে মহিনগর উচ্চ বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের লেআউট দেয়া হচ্ছে। জানতে চাইলে মহিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ন চন্দ্র মন্ডল জানান, উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ গায়ের জোড়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে গাছ কেটে বিক্রি করে সেখানে পাকা ভবন নির্মাণ করছে। এব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
ইউএনও আমিনুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, অবিলম্বে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করা প্রয়োজন। মহিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৃদুলা রাণী মন্ডল জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গাছগুলো কাটা হয়েছে এবং ভবন নির্মাণ করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে তিনি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করতে পারবেন বলেও জানান।
জানতে চাইলে উপজেলা শিক্ষা প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট চলতিবছর মহিনগর উচ্চ বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবন নির্মাণের জন্য ৫৮ লাখ ১৮ হাজার, ২৮৭ টাকা বরাদ্দ দিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল রাইজ এন্টারপ্রাইজ বৃহস্পতিবার ভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে। কিন্তু যে জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে সে জায়গা যে উচ্চ বিদ্যালয়ের নয়, তা তারা জানতেন না। এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা জানান, মহিনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মুকুল, আর মহিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তার আপন ভাই শহীদুল ইসলাম। তারা দু’জনের যোগসাজসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় লাগানো গাছ কেটে সেখানে অবৈধভাবে উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও অন্যের জায়গা কেন দখল করা হলো তা বোধগম্য নয়। ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের প্রকৌশলীরা কাগজপত্র ভাল করে পরীক্ষা না করেই ভবন নির্মাণ করছে বলেও তিনি জানান। বিষয়টি এলাকায় ক্ষেভের সৃষ্টি করেছে। এলাকাবাসী অবিলম্বে অন্যের জায়গায় ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গায় তা নির্মাণের এবং সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
(বিএম/এএস/জুন ২৭, ২০১৪)